চট্টগ্রাম প্রতিনিধ : আরিফ
সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশ কর্তৃক সন্ত্রাসীর আস্তানায় অভিযানে পরিচালনা করে দেশীয় অস্ত্র, গোলাবারুদ, মাদক, টর্চার এর জিনিসপত্র, সিসি ক্যামেরা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার এবং সন্ত্রাসী দলের ১০ (দশ) জন সদস্য গ্রেফতার*
ইং ২১/০৭/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় চট্টগ্রাম মহানগর এলাকার কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম প্রঃ বুইস্যা তার সহযোগীদের নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে শো-ডাউন দিয়ে প্রকাশ্যে শটগান ও পিস্তল দিয়ে ফায়ার করছে মর্মে চান্দগাঁও থানা পুলিশ সংবাদ প্রাপ্ত হয়। তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যেরে ভিত্তিতে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব আফতাব উদ্দিন এর নেতৃত্বে চান্দগাঁও থানার একটি আভিযানিক টিম ও সিপিসি-৩ র্যাব-৭ এর সদস্যদের নিয়ে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পিছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় সন্ত্রাসীদের আস্তানা ও গোপন টর্চারস সেলে অভিযান পরিচালনা করে তথায় উপস্থিত থাকা কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইস্যা এর সহযোগী ০১। মোঃ বোরহান উদ্দিন (৩০), পিতা-মোঃ আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-বিষনদী, খান বাড়ী, থানা-চাঁদপুর সদর, তেলা-চাঁদপুর, বর্তমানে-বাদুরতলা, মাজার গেইট, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০২। শাস্ত্র মজুমদার (২০), পিতা-ধনা মজুমদার, মাতা-রুজি মজুমদার, সাং-চৈতন্য মহাজন বাড়ী, চাপুরা, থানা-পটিয়, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বড় গ্যারেজ, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৩। মোঃ আল আমিন (২৫), পিতা-মোঃ সিদ্দিক, মাতা-মোহাঃ আকলিমা আক্তার, সাং-ডানে আটারকগুড়া, ২৭ নং অটারক ছড়া ইউপি, পোঃ-মাইনিসুখ, থানা লংগদু, জেলা-রাঙ্গামাটি, ০৪। মোঃ মারুফ (১৮), পিতা-নুরুল আলম, মাতা-শামসুন্নাহার, সাং-হামিদের বাড়ী, বলিরহাট, কোদালকাটা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৫। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা-মোঃ জলকদর ফকির, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-এখলাসের বাড়ী, হলদিয়া পালং মধ্যম, ইউপি হলদিয়া পালং, থান-উখিয়া, জেলা কক্সবাজার, বর্তমানে-যুলতল, গুমদন্ডী, হযরত পেতন আন্ড মাজার গেইট, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, ০৬। মোঃ রোকন উদ্দিন (২৯), পিতা-মৃত হারুনুর রশিদ, মাতা-মৃত বিবি হাজেরা বেগম, সাং- চান্দ মিয়া বাড়ী, পুরাতন চান্দগাঁও, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৭। মোঃ অন্তর (২২), পিতা-ওয়ালেস মিয়া, মাতা-বড়না বেগম, সাং-মির্জাবাড়ী, ভালশহর, ওয়ার্ড নং-৩, তালশহর ইউপি, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে-জামাল কলোনী, হাজী আলমগীরের ভাড়াটিয়া, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০৮। খড় পাল (২১), পিতা-রতন পাল, মাতা-শিল্পি পাল, সাং-পালপাড়া, ওয়ার্ড নং-৪, অধুননগর ইউপি, থানা-লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে মৌলভী পুকুরপাড়া, রিয়াজউদ্দিন, ভিলা, ৬ষ্ট তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০৯। মোঃ রাহাত (১৮), পিতা-মৃত মফিজ খান, মাতা-জোৎস্না বেগম, সাং-ভাসানচর, থানা-শশীভূষণ, তেলা-ভোলা, অন্যান্য-মুরাদপুর (ভাসমান), থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ১০। মোঃ ফরহাদ (২৪), পিতা-আবুল হাসেম, মাতা-হাজেরা বেগম, সাং-কাজিম মাঝির বাড়ী, উত্তর মোহরা, খানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বহদ্দারহাট কাঁচাবাজার, নুরেমদিনা দোকান, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা চান্দগাঁও থানা এলাকা সহ চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, এলাকায় ত্রাস সৃষ্টি ও আধিপত্য বিস্তার করে জনমনে আতংক সহ নিজের সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসতেছে। আসামীদের বিরুদ্ধে মারামারি, চুরি, ছিনতাই, মাদক ও অস্ত্র আইনে চান্দগাঁও থানা সহ সিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply