চট্টগ্রাম কন্ঠ: ডেক্স
১ মুহররম ১৪৪৭ হিজরি,নতুন বছরে মুসলিম উম্মাহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছিআল্ হামদুলিল্লাহি রাব্বিল আ’লামি’ন। হিজরী ১৪৪৭ এর প্রথম মাস পবিত্র মোহাররামুল হারাম এর নতুন চাঁদ দেখা গেছে।সকল মুসলিম ভাই বোনদেরকে চট্টগ্রাম কন্ঠ পরিবারের পক্ষ থেকে হিজরী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
কারবালার শহীদানদের পবিত্র রক্ত মাখা চাঁদটি প্রতিবছর ঘুরে ঘুরে এসে ঈমানদার নর-নারীর অন্তরে ইমাম আলী মোকাম হযরত ইমাম হোসাইন রাদিআল্লাহু তা’আলা আনহু সহ সকল শহীদগণের ইয়াদ তাজা করে দেয়।কারবালার শিক্ষা; ঈমানদারেরা ঈমানের উপর মজবুত থাকার শিক্ষা।
কোন বাতিল অপশক্তির সামনে মাথানত না করার শিক্ষা।
কোন বাতিল ফেরকার সাথে হাত নামিলানোর শিক্ষা। বাতিলের সাথে আপোষ না করার শিক্ষা।
সুন্নিয়তের উপর অটল, অনড় ও অবিচল থাকার শিক্ষা।
মহান আল্লাহ আমাদেরকে দয়াল নবীজি সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম ও কারবালার শহীদগনের উসিলায় কারবালার শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন।
আমীন ছুম্মা আমীন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আহাবিহি ওয়া সাল্লিম আজমাঈন।
আজ বাংলাদেশের আকাশে আরবী হিজরী সনের নতুন বছরের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে,
আগামীকাল পহেলা মহররম ১৪৪৭ হিজরী
এবং আগামী ৬ জুলাই পবিত্র আশুরা পালিত হবে।
Leave a Reply