আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামে Go Skate Day পালন।

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

ফিলিস্তিনের প্রতি সংহতি ও গণহত্যার প্রতিবাদ জানিয়ে Go Skate Day উপলক্ষে Skate Boarding উৎসবের আয়োজন করেন চট্টগ্রামের স্কেট বোর্ডিং ক্লাব Skatepara।

শনিবার ( ২১ জুন ২০২৫)বন্দর নগরী চট্টগ্রামে সি আর বি মোড় থেকে স্কেট বোর্ডিং র‍্যালির মাধ্যমে শুরু হয়ে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মুক্ত মঞ্চে বিকাল ৪ টায় আয়োজনটি স্কেট বোর্ডিং শো প্লেকার্ড প্রদর্শনী স্লোগান এর মাধ্যমে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ করেন স্কেট বোর্ডিং ক্লাবের তরুণ সদস্যরা।

ফিলিস্তিনের পতাকার চারটি রঙ — কালো, সাদা, লাল ও সবুজ — দ্বারা রাঙানো ছিল স্কেটবোডারদের প্লেকার্ড যার মাঝে লেখা ছিল প্রতিবাদী এবং সংহতিমূলক বিভিন্ন স্লোগান ও বার্তা। সেগুলো হল \’Children Deserve Childhood, No Bomb On Babies, Free Palestine, Free Gaza,O Muslim Army If you think You are lesser in Number then Recruit us.
স্কেট বোর্ডিং ক্লাব – স্কেটপাড়ার সদস্য ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  প্রত্যয় বড়ুয়া সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, \’এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বব্যাপী Go Skate Day পালনের মাধ্যমে প্রতীকে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ ঘটায়। স্কেট বোর্ড এর হুইল গুলো যেন হয়ে ওঠে নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, যেগুলো বলে যায় যুদ্ধবিরোধী ও মানবতাবাদী বার্তা। ফিলিস্তিনে প্রতিনিয়ত শিশু ও সাধারণ মানুষ যে সহিংসতার শিকার হচ্ছেন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কেটিং ক্লাব – CU Skater এর সদস্য মোসলেহ উদ্দিন বলেন- স্কেট বোর্ডিং শুধু একটা খেলাই নয় এর সাথে যেমন আছে নেটওয়ার্কিং এর সুযোগ তেমনি বুদ্ধিবৃত্তিক আলাপ, সামাজিক নানা কর্মসূচী পালনে নিজেদের সম্পৃক্ত করা যায় খুব সহজেই। এছাড়া চট্টগ্রাম স্কেট বোর্ডারস্ কমিউনিটির সদস্য মাহফুজ বলেন- স্কেট বোর্ডিং একটি পোস্ট মডার্ন চিন্তার গেম যা তরুণ সমাজ তথা জেন জি ও আলফাকে মাদক ও মোবাইল আসক্তি থেকে যেমন দূরে রাখে তেমনি সুস্থ ধারার গেমিং সংস্কৃতি উপহার দেয়। চট্টগ্রাম স্কেট বোর্ড লাভারস্ এর মাহবুব আহসান বলেন – স্কেট বোর্ডিং একই সাথে যেমন খেলা তেমনি এ গেইম একাডেমিক পাঠের সাথে সংযোগ করে স্কেটিং ম্যাথ ফিজিক্স এর নানা জটিল সমীকরণকে সহজে বুঝতে শিখায়।
সবশেষে চট্টগ্রাম স্কেট বোর্ডিং ক্লাবের উপদেষ্টা জনাব রবিউল – চট্টগ্রামের তরুণ স্কেট প্রেমী শিক্ষার্থীদের জন্য একটা স্কেট বোর্ডিং পার্ক বা মাঠের প্রয়োজনীয়তা এবং স্কেটিং এর সম্ভাবনার কথা তুলে ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করেন।উক্ত আয়োজন সফল করতে স্পনসর ছিলো DOB Skateshop এবং SkateBoardLovers Chattogram।
এছাড়া ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলো – CU Skaters এবং Chattogram Skateboarders Community এর সদস্যরা যারা চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর