চট্টগ্রাম কন্ঠ: ডেস্ক
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে সাদকাহ ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি।
গত০৩-০৬,২০২৫ইং রোজ মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরু জবাই করা হয় ,হালিশহরে অবস্থিত মারকাজুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, আমবাগান ছিন্নমূল মাদ্রাসা ও এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়। এছাড়াও নির্বাচিত স্টাফ, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষকদের মাঝেও মাংস বিতরণ করা হয়। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক – কর্মকর্তা – কর্মচারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক রাইসুল ইসলাম ও চারুকারু বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক। অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply