আজ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তৈলার দ্বীপ বারখাইন হযরত খলিফা শাহ (রা) হেফজখানার উদ্বেগে ধর্মীয় সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক 
আনোয়ারা থানার তৈলার দ্বীপ বারখাইন হযরত খলিফা শাহ রা: হেফজখানা এবং হযরত শাহজালাল রা: এতিমখানার উদ্বেগে ধর্মীয় সভা ও ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৬ই জানুয়ারি রোজ শুক্রবার বাদে জুমা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা জনাব আসাদুজ্জামান (আসাদ) তিনি বলেন ,এখানে অনেকগুলো প্রতিষ্ঠান একসাথে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে যেমন ফোরকানিয়া মাদ্রাসার ৩৪তম, হযরত খলিফা শাহ হেফজখানা ১৮তম, হযরত শাহজালাল এতিমখানা ১৫ তম, ধর্মীয় সভা র একসাথে আয়োজন করা হয়েছে।
উক্ত ধর্মীয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম কুতুবী ‌, বিশেষ বক্তা হিসেবে ছিলেন হযরত মাওলানা মোঃ মনসুর আলী নূরী, মাওলানা আব্দুস সবুর, মাওলানা শহিদুল ইসলাম ‌ ও মাওলানা জেবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, মোঃ ফারুক ,আনোয়ার হোসাইন সালাউদ্দিন খোকন। আমন্ত্রিত অতিথিরা হলেন মাওলানা ইসমাইল হোসেন আল কাদেরী ,মাওলানা আরিফুল ইসলাম আল কাদেরী, মাওলানা আনিসুল হক, ও মৌলানা মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী এবং খলিফা শাহ হেফজখানার থেকে সম্পন্ন হওয়া চারজন কোরআন হাফেজ কে মাদ্রাসার শিক্ষকরা নিজ হাতে পাগড়ি পরিধান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর