আজ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ একজন আটক।

কর্ণফুলী প্রতিনিধি 
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
থানা ও সেনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ইছানগর নামার বাড়ি এলাকায় কর্ণফুলী শিকলবাহা আর্মি সেনা ক্যাম্পের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার বাসিন্দা মোঃ রবিউল আলী (৩৫)-কে তার বসতঘর থেকে আটক করা হয়।অভিযানকালে আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি, লোহার পাইপ সংযুক্ত একটি পরিবর্তিত খেলনা পিস্তল, একাধিক ছোরা ও দা, একটি ধামা, একটি ইলেকট্রিক শক ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের মোট ছয়টি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।সেনাবাহিনী উদ্ধারকৃত সব আলামত জব্দ করে আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়।এ বিষয়ে উপস্থিত সেনাবাহিনীর কমান্ডার জানান, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর