আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বহিষ্কারাদেশ প্রত্যাহার করে যুবদলে ফিরলেন গুরুত্বপূর্ণ নেতা মোশারফ হোসাইন।

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আদেশটি বাতিল করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে মোশাররফ হোসাইন এর সমর্থক ও কর্মীরা আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এ বিষয়ে প্রতিক্রিয়ায় মোশাররফ হোসাইন বলেন, “মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা। দলের সব স্তরের কর্মী-সমর্থকদের আন্তরিকতার জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে চাই। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এ সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর