আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিবারের উদ্দেশ্যে এই চিরকুটটি লিখে আত্মহত্যা করেন র‍্যাব কর্মকর্তা।

চট্টগ্রাম কণ্ঠ : ডেক্স

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে চিরকুট লিখে আত্মহত্যা করেন।

সকাল সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার জন্য ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন পলাশ সাহা। এরপর নিজ অফিস কক্ষে ফিরে যান।

কিছুক্ষণ পর, আনুমানিক ১১টা ৪৫ মিনিটে তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে দ্রুত অফিস কক্ষে ঘটনাস্থলে ছুটে যান র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর তৌহিদসহ অন্যান্য সদস্যরা। দেখতে পায় এএসপি পলাশ সাহা চেয়ারে বসা শরীর থেকে রক্ত ঝরছে সুইসাইড করা পিস্তলটি নিচে পড়ে আছে।

চিরকুটে যা লিখা ছিল– ‘এসময় তার অফিস কক্ষে একটি চিরকুট পাওয়া যায় তাতে পলাশ সাহা লিখেন, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর