আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন।

রিপোর্টার:জাহিদুল ইসলাম।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভার সহচরদের ওরিয়েন্টেশন ২৭নভেম্বর বুধবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর গ্রুপ সভাপতি জনাব মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ।বরমা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মোহাম্মদ খালেদুর রহমান।

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক স্কাউটার মোঃ জমির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক, নাজনীন সুলতানা, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার বিইউএম এমরান চৌধুরী, সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের ঘ- ইউনিটের সিনিয়র রোভার মেট সাইফুল ইসলাম, সিআরসিডি মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
ওরিয়েন্টেশনে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন স্কাউটিং বিশ্বব্যাপি একটি শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক যুব আন্দোলন, যা শিশু, কিশোর ও যুব বয়সী ছেলে মেয়েদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাগরিক ও নেতৃত্ববান করে গড়ে তোলে। নবাগত রোভার সহচরদের স্কাউট আন্দোলনের ইতিহাস, স্কাউটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রোভার স্কাউটদের ভূমিকা অপরিসীম,আগামীর বাংলাদেশে রোভাররাই নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রোভার ও গার্ল ইন রোভাররা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর