আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের অভিযানে ১২৩০ পিস ইয়াবাসহ আটক ০২ জন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম চট্টগ্রাম।

মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সামীম কবির ও সহকারী-পুলিশ কমিশনার জনাব কাজী তারেক আজিজের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে , এসআই (নিঃ) মোঃ আলাউদ্দীন, এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন, এএসআই (নিঃ) মোঃ তাজুল ইসলাম, এএসআই (নিঃ) শিবু মজুমদার, এএসআই (নিঃ) মোঃ নূরে আলম সঙ্গীয় ফোর্সসহ ২৬/০৯/২০২৩ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন আই ব্লক, কাঁচাবাজারস্থ ক্যাফে আল মতিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোয়াজ্জেম হোসেন ও মোঃ জাহাঙ্গীর আলমকে ১২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে কম মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর