আজ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহান বিজয় দিবস নিয়ে কবিতা প্রকাশ করলেন সাংবাদিক মাসুদ

বিজয়

১৬ডিসেম্বর মহান বিজয় দিবস,
বীর বাঙ্গালীর জয় বিজয়ী পরশ।
এক সাগর রক্তের বিনিময়ে গাঁথা,
লাখো বাঙালি শহীদের মহান স্বাধীনতা।

কখনো ভুলবো না কভু আমরা তোমাদের,
বিজয়ে আনুক বিজয়,এ-বিজয় গৌরবের।
দেশবিশ্ব চিনে জানে বীর বাঙ্গালীর ইতিহাস,
রক্ত দিয়ে বিজয়ী মোরা,নয় কারো কৃতদাস।

৭১ এ-পেলাম স্বাধীনতা,গত হল বাইশ সাল,
চারযুগ পরেও মোদের গেল না,অশনী অকাল।
আজো শুনা যায়,অধিকারের দাবীতে মিছিল,
তাজা রক্ত চুষে খাই দানবীয় শকুন আর চিল।

এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?
অর্ধশত পরেও জাগে প্রতিহিংসার রাজনীতি
এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?
সমাজ রাষ্ট্র ক্ষতবিক্ষত আজ অনিয়ম দুর্নীতি,
এ কেমন বিজয়,এ কেমন স্বাধীনতা?

সভ্যতার ডাকে স্বাধীনতার নামে ত্রাস,
মুক্ত বিজয়ী স্বাদ,জীবন্ত হয়েও মৃত বসবাস।
বাঁচিবার তরে বৃথা,আলোকিত হয়নি আজো
স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য উদ্দেশ্য ইতিহাস।

লেখনীতে-মোহাম্মদ মাসুদ
তারিখ-১৬ডিসেম্বর সকাল বেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর