আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ভিবিডি চট্রগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা

চট্টগ্রাম কণ্ঠ: ডেস্ক

বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়াতে নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধ থেকে সুরক্ষা সেবা দেওয়ার জন্য মাঠ পর্যায়ে নেমে পড়েছে স্বেচ্ছাসেবী দল।


চট্রগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবীরা ডেঙ্গু প্রতিরোধ ২০২১ কর্মসূচি সম্পন্ন। নগরীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নির্ধারিত কর্মসূচিতে ৬০ জনস্বেচ্ছাসেবক মোট চারটি দলে বিভক্ত হয় ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঔষধ ছিটাঁনো এবং মানুষকে সচেতন করার জন্য কাজ করে।কর্মসূচির প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন ভিবিডি চট্টগ্রাম জেলা কমিটির মেম্বার হাছান মাহমুদ আরাফাত এবং মীর শামশুল আরেফিন অর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর