আজ ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক।

চট্টগ্রাম কন্ঠ ডেস্ক 

চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। আটককৃতরা হলেন, পরৈকোড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. শামসুল আলমের পুত্র মো. সাকিব প্রকাশ শাকিল (২১), পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির মৃত আলমগীর হোসেনের পুত্র মোহাম্মদ নেছার (২২), একই এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আলী আকবরের পুত্র মো. সাইফুল ইসলাম (৩৫), পরৈকোড়ার বাতুয়া পাড়ার হারুনুর রশিদের শাহাদাত হোসেন (২২), পটিয়ার গৌরনখাইন রফিক ম্যানেজারের বাড়ির লেয়াকত আলীর পুত্র মো. আরিফুল ইসলাম প্রকাশ বাবু (২৫), শান্তির হাট জমিদার বাড়ির মো. হোসেনের পুত্র মো. হাবিব (২৩), দক্ষিণ আশিয়াইশ চৌধুরীর বাড়ির মো. আফসার চৌধুরীর পুত্র মো. রাজীব চৌধুরী (২১)। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি এলজি, তাজা কার্তুজ, কস্টেপ দ্বারা মোড়ানো লোহার তৈরি পাইপ গান সদৃশ, লোহার তৈরী বাহারী দেশীয় অস্ত্র, দুইটি জম্বি বেসবল ব্যাট, একটি বেসবল ব্যাট, একটি তলোয়ার, পাঁচটি বড় রাম দা, একটি কুড়াল উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ ব্রিজের দক্ষিণ পার্শ্ব এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সহকারী পুলিশ সুপার মো. সোহানুর রহমান সোহাগ বলেন, ‘আটককৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর