আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় ভেঙ্গে দেওয়া হলো আল মদিনা AMB নামক ব্রিকসের ইটের চিমনী।

চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক
অদ্য ২৭/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বুধবার বিজ্ঞ পরিবেশ আদালত, চট্টগ্রাম এর পরিবেশ মামলা নং ০৩/২০১১ এর রায়ের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার দক্ষিণ রাজনগরের সোনারগাঁও এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা ব্রিকস (AMB) নামক ইটভাটার ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি বিশিষ্ট কীলন ভেঙ্গে বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনীয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল হাসান। উক্ত উচ্ছেদ অভিযানে মেসার্স আল-মদিনা ব্রিকস-১, সাং-সোনারগাও, দঃ রাজানগর, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম নামক ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার ফিক্সড চিমনি ও কিলন ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হয় এবং ২০১১ সালের মামলায় জব্দকৃত ৩ লক্ষ ৫০ হাজার ইট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। উক্ত নিলাম কার্যক্রমে সর্বোচ্চ দর ডাককারী জনাব মোঃ সাইফুজ্জামান ৩,০৮,০০০/- টাকা দরে ডাকায় ৩,৫০,০০০ ইট সকলের উপস্তিতিতে বুঝিয়ে দিয়ে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।বিজ্ঞ আদালত এর রায় বাস্তবায়ন অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন এবং ডাটা এন্ট্রি অপারেটর জনাব কাজী ইফতেকার উদ্দিন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন রাঙ্গুনীয়া থানা পুলিশ ও আনসার বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর