চট্টগ্রাম কন্ঠে: ডেস্ক
চট্টগ্রাম আনোয়ারা থানার তৈলারদ্বীপ উত্তর পাড়ায় সংগঠিত আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন ,,শাহে মদিনা ফাউন্ডেশন,,এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
গত ১০-৬-২৫ইং রোজ মঙ্গলবার দুপুর ২:০০ ঘটিকার সময় তৈলার দ্বীপ উত্তর পাড়ায় অনুষ্ঠিত হয় শাহে মদিনা ফাউন্ডেশনে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী । সকালে খতমে কোরআন শেষ করে এলাকায় কবরবাসীর মাগফেরাত, অসুস্থদের সুস্থতা কামনাএবং সকলের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়। ফাউন্ডেশনের সদস্য হাফেজ মোঃ ইদ্রিস এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সদস্য মোঃ রাকিব ও মোঃ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আয়োজন করা হয়- হামদ, নাত, কেরাত, প্রতিযোগিতা এলাকার গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিশেষ আয়োজনে ছিল মৃত ব্যক্তিদের কিভাবে গোসল করাবে তার উপর প্রশিক্ষণ।
১৭ই মে ২০২৪ ইং তারিখে সংগঠনটি যাত্রা শুরু করে গত এক বছরে এলাকার জনসাধারণের সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে এলাকা এবং এলাকার বাইরে সুনামের সাথে মানুষের মনে জায়গা করে নে এই ফাউন্ডেশন। শাহে মদিনা ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ত্যাগী সদস্য বিন্দু ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং মিডিয়া পারসন। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আবুল হাশেম। তিনি বলেন গত এক বছরে শাহে মদিনা ফাউন্ডেশনে যেটা করেছে আমি মন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আগে কোরবানীর পরে গন্ধের জন্য১৫-২০ দিন ঘর থেকে বের হতে পারতাম না আজ কোরবানি শেষ তিন দিন হলো এলাকায় কোন দুর্গন্ধ নেই তার কারণ কোরবানির দিনেই শাহে মদিনা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল ধরনের কোরবানির পরিত্যক্ত নারীভূড়ি এবং রক্ত পরিষ্কার করে ঔষুধ ছিটিয়ে দেওয়া হয়েছে। এজন্য এলাকাবাসী ফাউন্ডেশন এর প্রতি অনেক কৃতজ্ঞ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হালিম রেজভী বলেন, শাহে মদিনা ফাউন্ডেশনে সকল সদস্যের প্রতি আমার কৃতজ্ঞ ও ভালোবাসা রইলো। আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশন যে সুনাম অর্জন করেছে তার অবদান সবচেয়ে বেশি আপনাদের। আপনাদের কে নিয়ে এই ফাউন্ডেশন একদিন স্বপ্নের চুডাই পৌছাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক মোঃ ফারুক, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম। সদস্য আরমান, কাশেম, বদিউল আলম, আরো অনেকেই।পরিশেষে শাহে মদিনা ফাউন্ডেশনে লঘুবিশিষ্ট গেঞ্জি পরিধান করে সকল পদবী সদস্যদের নিয়ে রেলি করে রাতে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply