আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শাটডাউন বাস্তবায়নে চট্টগ্রামের প্রত্যেকটি জায়গায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

চট্টগ্রাম রিপোর্টার

বিশ্ব মহামারি করোনা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব, বাংলাদেশ ও তার বেতিক্রম নয়,করোনার জনসচেতনতা সৃষ্টির লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও পিছিয়ে নেই,

সেনাবাহিনী ও কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম দিয়ে, তারই অংশ হিসেবে আজ পহেলা জুলাই থেকে মাঠে আছে বাংলাদেশ সেনাবাহিনী,

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় এমনি চিত্র, সচেতনতার লক্ষে বসানো হয়েছে গুরুত্বপূর্ণ কিছু চেক পোস্ট, এবং টহল দিয়ে মাইকিং এর মাধ্যমে পৌঁছানো হচ্ছে সচেতন বার্তা,

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে টহল কার্যক্রম ও চেকপোষ্ট স্থাপন এর মাধ্যমে লকডাউনের জারিকৃত সরকার কর্তৃক প্রাপ্ত আদেশ বাস্তবায়ন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

সকাল থেকে টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সকাল ৮ টা হতে রাত ৮টা পর্যন্ত টহল চলবে এবং চেকপোস্ট সমূহ ২৪ ঘন্টা অবস্থান করবে,বলে যানা যায়।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সর্বমোট ২৮ টি টহল কার্যক্রম অব্যাহত আছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ০৭ টি টহল এবং দুইটি চেকপোস্ট দ্বারা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চেকপোস্ট ২৪ ঘন্টা (সিটি গেইট এবং কর্ণফুলী ব্রিজ এলাকা) অবস্থান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর