আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে চার চোরাই সিএনজি সহ ১জনকে গ্রেফতার।

ফারুক :কর্ণফুলী প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় মামলা হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই সক্রিয় এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় চারটি চোরাই সিএনজি।বুধবার (২১ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঁশখালী বিল্ডিংয়ের নিচতলা পার্কিং থেকে আসামি মো. আব্দুল করিম (৫৪)কে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকেই চারটি চোরাই সিএনজি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট দুপুরে বড়উঠান ৯নং ওয়ার্ডের ডাকপাড়া এলাকায় চায়ের দোকানের সামনে থেকে মোহাম্মদ রফিকের (৪২) সিএনজি অটোরিক্সাটি মুহূর্তের মধ্যে চুরি হয়ে যায়। ড্রাইভার শেফায়তুল করিম (২২) গাড়িটি রেখে দোকানে চা খেতে গেলে ঘটনাটি ঘটে। পরে রফিক থানায় মামলা করেন (মামলা নং-২২, ধারা ৩৭৯)।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফি উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরপাথরঘাটা এলাকার ছাবের চেয়ারম্যানের বাড়ির পাশে বাঁশখালী বিল্ডিংয়ের নিচ থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করেন এবং চারটি চোরাই সিএনজি উদ্ধার করেন।গ্রেপ্তার আব্দুল করিম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুনদ্বীপ পাড়ার মৃত মো. জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চরপাথরঘাটায় বসবাস করেন।ওসি মুহাম্মদ শরীফ বলেন, “আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সিএনজিগুলো জব্দ দেখানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর