আজ ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কদম মোবারক সরকারি স্কুলের জন্য নিজস্ব তহবিল থেকে অনুদান হস্তান্তর করলেন আ জ ম নাসির উদ্দিন।

মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নতুন অফিস কক্ষের জন্য চসিকের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এর ব্যক্তিগত তহবিল থেকে ফার্নিচার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত।


২৬/০১/২০২২ইং বুধবার সকাল ১০ টায় কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নতুন অফিস কক্ষের জন্য চসিকের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এর ব্যক্তিগত তহবিল থেকে ফার্নিচার হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েল এর সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক মনোয়ারা আখতার, সহকারি শিক্ষক তমিশ্ররা সেন, প্রিয়াংকা চৌধুরী, শামসুন নাহার, বেলাল আহমেদ, মো, ইসহাক, মো. হেলাল উদ্দিন,মো. মনি, নাহিদ চৌধুরী মাহমুদ, মামুনুর রশিদ, সোহেল, শেখ শাদী, মো. মো.শাহজাহান প্রমুখ। প্রধান শিক্ষকের কাছে ফার্নিচার হস্তান্তর করেন সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। ফার্নিচার হস্তান্তর শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা মো. সোলেমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর