আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খেলোয়াড় ও টেনিস এলিট ১৬ এর কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া জাতীয় পার্টিতে যোগদান

আয়াজ সানি

খেলোয়াড় এবং টেনিস এলিট ১৬ এর কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া জাতীয় পার্টিতে যোগদান

টেনিস ফেডারেশন এর খেলোয়াড় এবং টেনিস এলিট ১৬ এর কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।টেনিস কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া চট্টগ্রাম কণ্ঠের রিপোর্টার কে জানান ,রাজনীতিতে আসার কারণ ,তিনি দেশ ও জনগণের সেবা করতে চান, রাজনীতি তে অনুপ্রেরণা আমার মামা শফিকুল ইসলাম সেন্টু ঢাকা ৩১নং ওয়ার্ড কাউন্সিলর,এবং মোহাম্মাদুর থানা সেক্রেটারি হাসেম,

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। সেখানে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের,

টেনিস কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া সিটিজি ট্রিবিউন কে আরো বলেন,

যাঁরা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির কোনো ভবিষ্যৎ নেই তাঁরা স্পষ্ট জেনে রেখেন জাতীয় পার্টি বানের জলে ভেসে আসেনি , তাঁদের একটা বর্ণাঠ্ঠো ইতিহাস আছে , ইনফেক্ট পদ ,পদবি ,ক্ষমতাই কি সব ?

এবং জাতীয় পার্টি ৩০বছর ক্ষমতায় না থেকেও তাঁদের ক্রেইজ এতটুকুন কমেনি , জাতীয়পার্টি একমাত্র রাজনৈতিক দল যাঁরা কোনো সেনা অফিসারদের ফাঁসি দেয়নি এবং রক্তক্ষয়ের মধ্যে দিয়ে উঠে আসেনি যাঁদের হাতে কোনো রক্ত নেই ۔

তিনি আরো বলেন,

নূর হোসেন কে কারা হত্যা করেছে পুরো জাতি জানে পরবর্তীতে ওই খুনি একজন উঠতি বয়সী নারী মডেলকে হত্যা করে সপ্নের দেশ আমেরিকাতে পাড়ি জমায় , কিন্তু তবুও ওই যে মাজাভাঙা দল চিল্লাই বলে ” আমরা গায়ের জোরে পাহাড় ঠেলি ۔۔۔۔

ইতিহাসের নিকৃষ্টতম হত্যাকান্ড জেলহত্যা অব্দি জাতীয় পার্টি করেনি,

টেনিস কোচ সৈয়দা জাকিয়া আফরোজ হিয়া জাতীয় পার্টি তে যোগ করাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন জাতীয় পার্টির বিভিন্ন স্থানের নেতা কর্মীরা, ও সাধারণ মানুষ ও এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর