আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

একদিনের বৃষ্টির পানিতে ভাসছে চট্টগ্রাম।

সুমন চট্টগ্রাম

আজ বুধবার (২৪ মে) চট্টগ্রাম নগরীতে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর পর কিছু সময়ের মধ্যেই  নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, নানা শ্রেণি-পেশার মানুষ।বৃষ্টিতে নগরীর ২ নম্বর গেট, চকবাজার, কাতালগঞ্জ, ষোলশহর, শুলকবহর, কাপাসগোলা, ডিসি সড়ক, পাঠানটুলী এলাকায় পানি জমে যায়। চকবাজার এলাকা থেকে চট্টগ্রাম কণ্ঠের প্রতিনিধি সরজমিনে গিয়ে জনসাধারণের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট। সকালে বাসা থেকে বের হয়েই  বিপাকে পড়েছে নগরীর জনসাধারণ।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা  জানান, গত ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে আরও বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামীকালও থাকবে এবং পরেরদিনও থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর