আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর জিয়াউল হক সুমন ও আশরাফুল সিডিএর বোর্ড মেম্বার মনোনীত

চট্টগ্রাম রিপোর্টার

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বোর্ড মেম্বার মনোনীত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর। তারা হলেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হক সুমন ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের এম. আশরাফুল আলম। সিডিএ’র এক স্মারক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০২০ সালের ২০ নভেম্বর তৎকালীন প্রশাসক খোরশেদ আলম সুজনের মনোনীত সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তা এ পদে ছিলেন। গত ২৭ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের পর নতুন নির্বাচিত পরিষদ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিলে এ দুইজনকে তাদের স্থলাভিষিক্ত করা হলো।

সিডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার (২৪ মে) এ আদেশ দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, ২৭ জানুয়ারি ২০২১ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মেয়র কর্তৃক মনোনীত জিয়াউল হক সুমন ও এম আশরাফুল আলমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর