২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী গ্যাস লাইন বিস্ফোরনে ১ জনের মৃত্যু ও ২ জনের অবস্থা (আশঙ্কাজনক)

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার: মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানা, সরকারী গ্যাস লাইন বিস্ফোরনে ০১ জনের মৃত্যু ও ০২ আহত (আশঙ্কাজনক) ।

১৭/১০/২০২১ইং তারিখ সকাল ১০.৪০ ঘটিকায় সিএমপি, বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া চৌমুহনী রোডস্থ বায়তুল মোস্তফা জামে মসজিদ সংলগ্ন কাশেম কলোনীতে।

ঘটনার বিবরণে জানা যায়
আজ সকাল ১০.৪০ ঘটিকার সময় অত্র থানাধীন বালুছড়া চৌমুহনী রোডস্থ বায়তুল মোস্তফা জামে মসজিদ সংলগ্ন কাশেম কলোনীতে সরকারী গ্যাস লাইন বিস্ফোরন ঘটে। উক্ত বিস্ফোরনে ০৩(তিন) জন ১। মোঃ ফারুক (২৩), ২। ফোরকান উল্ল্যাহ (৬০), ৩। কালাম (৩০) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদেরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ১১.৪০ ঘটিকার সময় মোঃ ফারুক (২৩) কে মৃত ঘোষণা করেন এবং ফোরকান উল্ল্যাহ (৬০), কালাম (৩০) দ্বয়কে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালের ৩৬নং বার্ণ ওয়ার্ডে প্রেরণ করেন। ফোরকান উল্ল্যাহ (৬০) ৪৫% ও কালাম (৩০) ৬০% শরীর আগুনে পুড়ে যায় মর্মে কর্তব্যরত চিকিৎসক জানান।

মৃত ব্যক্তিঃ- মোঃ ফারুক (২৩), পিতা- রবিউল ইসলাম, সাং- চমেক হাসপাতাল পূর্ব গেইট ধানার বাপে বাড়ি, থানা- চকবাজার, জেলা- চট্টগ্রাম

আহত ব্যক্তিঃ- ১। ফোরকান উল্ল্যাহ (৬০), পিতা- জাফর উল্ল্যাহ, সাং- বালুছড়া তুফানী রোড, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম, ২। কালাম (৩০), পিতা- মোঃ আলম, সাং- বালুছড়া কাশেম কলোনী, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম

শরীর আগুনে পুড়া ঃ- ফোরকান উল্ল্যাহ (৬০) ৪৫% ও কালাম (৩০) ৬০%।

এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মকর্তা কবির হোসেন জানান, প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছিলাম, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটতে পারে। তবে ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডারের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের পর দগ্ধ তিন জনকে এলাকাবাসী উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

জানা যায়, তিনতলা ওই ভবনের দ্বিতীয় তলায় একটি মসজিদ ও তৃতীয় তলায় একটি মাদরাসা রয়েছে। ভবনের নিচতলায় কয়েকটি ঘর মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল। তবে ঠিক কি কারণে এ বিস্ফোরণ ঘটে তা এখনো জানা যায়নি।