২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে পৃথক পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কণ্ঠ: ডেস্ক

পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উপ অঞ্চল।

সোমবার (২০ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও, বাকলিয়া ও কর্ণফুলী থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মাস্টার আলফাজ (৩৮), সুমন শীল (২৪) ও মো. আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম ডিএনসি জানায়, নগরের চাঁন্দগাও থানার মোহরা কমিউনিটি সেন্টারের সামনে ৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাস্টার আলফাজকে (৩৮) আটক করা হয়। আলফাজ কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের আলী জোহরের ছেলে।

অপর অভিযানে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ সুমন শীলকে (২৪) আটক করা হয়। সুমন পটুয়াখালী মির্জাগঞ্জ এলাকার চৈতা ইউনিয়নের রাধাবল্লভ শীলের ছেলে।

এছাড়া কর্ণফুলী থানার মাইজ্জারটেক এলাকায় অভিযানে মো. আলীকে (৪০) আটক হয়। আলী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ মদনগাঁও ইউনিয়নের আবদুল মতিনের ছেলে।

আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।