২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী থানা কাফকো এলাকা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

প্রকাশিত হয়েছে-

কর্ণফুলী প্রতিনিধি : জাহিদ

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানঃ একটি দেশীয় তৈরি দু’নলা বন্দুক সহ ০১ জন গ্রেফতার।

উপ পুলিশ কমিশনার (ডিবি বন্দর ও পশ্চিম ) জনাব মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মুহাম্মদ শরিফুল ইসলাম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ৫১ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫/৯/২০২১ খ্রীঃ ১৭:৫০ ঘটিকার সময় চট্রগ্রাম মহানগরের কর্ণফুলী থানাধীন সি.ইউ.এফ.এল/কাফকো সড়ক, বন্দরের ইত্যাদি শপিং সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি দু’নলা বন্দুকসহ মোঃ লোকমান হোসেন(৪৫)’কে গ্রেফতার করেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত লোকমানের পিতার নাম মৃত আবুল খায়ের, মাতার নাম মৃত রশিদা খাতুন , গ্রাম: বরুমচড়া (ফেরদৌস মাঝির বাড়ি) থানা , আনোয়ারা, লোকমান দীর্ঘদিন ধরে তার এলাকা সহ এবং আশেপাশের এলাকাতেও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

গ্রেফতারকৃত লোকমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।