চট্টগ্রাম রিপোর্টার: এ আর তুহিন
দেশে করোনা মহামারীর এই চরম সময়ে প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে,সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলান।এই ব্যতিক্রম উদ্যোগ নিয়ে সাধারন মানুষের কাছে প্রশংসা কুডিয়েছেন।
১৯/০৭/২০২১ইং তাং সকাল ৯ টা থেকে সোনায়ছডি ইউনিয়নে,দক্ষিণ ঘোড়ামার গ্রামে ছাত্রলীগ নেতা জিলানীর উদ্যোগে ফ্রী করোনা টিকা রেজিষ্ট্রেশন উদ্ভোদন করেন।এই সময় উপস্থিত ছিলেন অত্র ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়ের হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জসিম উদ্দীন,শ্রমিক নেতা আব্দুল মুমিন,আওয়ামীলীগ নেতা জামশেদ,সাস্থ সহকারী নুরুল করিম,এবং ছাত্রলীগের নেতৃবন্দসহ সাধারন মানুষ ।
সবাই উৎসুক ভাবে ফ্রী রেজিষ্ট্রিশন করতে থাকে ৩দিনে প্রায় ৫১৬ জন নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করেন।