২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাশে, আনোয়ারা যুবদল নেতা  রাশেদ আহমেদ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম প্রতিনিধি: সাইফুল ইসলাম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ভর্তি কার্যক্রমে মানবিক ও আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য এবং দপ্তর বিষয়ক দায়িত্বপ্রাপ্ত জনাব মোঃ রাশেদ আহমেদ।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ক্লাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে থেকে তিনি ভর্তি প্রক্রিয়া সহজ করতে সহযোগিতা করেন। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহ দেওয়ার পাশাপাশি ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
মোঃ রাশেদ আহমেদ বলেন, শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে শিক্ষা ও মানবিকতার পক্ষে এমন সহযোগিতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং তরুণ প্রজন্মকে পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলছে।