২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’,নেত্রীর রোগ মুক্তি চেয়ে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া মাহফিল ও গরিব মিসকিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন হালিশহর থানার ২৫ নং রামপুর ওয়ার্ডের বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস নেতা।
গত ১৬ ই ডিসেম্বর ২০২৫ ইং মহান বিজয় দিবসের দিনটিকে আরো স্মরণীয় করার জন্য এই আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে উন্নতি চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া জন্য সকল ব্যবস্থা করার পরও শারীরিক অবস্থা সংকটা পূর্ণ হওয়ায় বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল এভার কেয়ার হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ জনগণ এবং সর্বস্তরের জনসাধারণ তার জন্য বিভিন্নভাবে দোয়া প্রার্থনা কামনা করছেন। দেশের সংকট পরিস্থিতিতে আগামীর জাতীয় নির্বাচনকে অপেক্ষা করে সাধারণ জনগণ এবং বিএনপি সমর্থক সব সময় আশাবাদী তাদের আস্থাভাজন তাদের জননী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারো রাজনৈতিক ময়দানে ফিরে আসবে এই আশাকে বুকে ধারণ করে বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইলিয়াস নেতা এই আয়োজন করেন। ঐদিন মাহফিল ও নেত্রীর রোগ মুক্তির জন্য মহান আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে দোয়ার শেষে উপস্থিত সকলের মাঝে তাবরুক বিতরন ও গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত মাহফিলে এলাকার সম্মানিত ব্যক্তিত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।