১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  আয়োজনে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম কন্ঠ : ডেক্স

সৃজনে আনন্দ… এই সত্যকে উচ্ছ্বাসের সাথে প্রকাশ করলো হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সুন্দর মানস গঠনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রম এর সাথে পরিচালিত হয় সহপাঠ্যক্রমিক ক্লাব কার্যক্রম। আর্ট ক্লাবের আহ্বায়ক চারু ও কারুকলার সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক স্যারের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে হস্তশিল্প ও চিত্র প্রদর্শনী ২০২৫। ৩য় – ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ৩৬৫ টি হস্তশিল্প ও ৬ষ্ঠ – ১২’শ শ্রেণির ৪৭টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি সকাল ১০০০ ঘটিকায় উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই হস্তশিল্প ও চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন। নির্দেশনা মোতাবেক সকল শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকের তত্ত্বাবধানে এই প্রদর্শনী ঘুরে দেখে। নিজেদের তৈরি হস্তশিল্প ও চিত্রকর্মের তাদের শিশুমনে যে আলোড়ন সৃষ্টি করে তা প্রতিভাত হয়েছে তাদের চোখেমুখে। শিল্পের সৌন্দর্য শিক্ষার্থীদের মনে বিকশিত হবে এবং মনের রঙে রাঙিয়ে তুলবে আগামীর পৃথিবীকে…এই বিশ্বাস ধারণ করেই হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এই সুন্দর আয়োজন।