চট্টগ্রাম কন্ঠ: ডেস্ক
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে সাদকাহ ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি।
গত০৩-০৬,২০২৫ইং রোজ মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরু জবাই করা হয় ,হালিশহরে অবস্থিত মারকাজুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, আমবাগান ছিন্নমূল মাদ্রাসা ও এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়। এছাড়াও নির্বাচিত স্টাফ, কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষকদের মাঝেও মাংস বিতরণ করা হয়। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক – কর্মকর্তা – কর্মচারীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন। এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক রাইসুল ইসলাম ও চারুকারু বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক। অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।
১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।
প্রকাশিত হয়েছে-