২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হালিশহর থানার অভিযানে ছিনতাই কারী গ্রেফতার।

প্রকাশিত হয়েছে-

সুমন দাস : চট্টগ্রাম প্রতিনিধি

নগরীর হালিশহর থানাধীন জি ব্লক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, কর্ণফুলী উপজেলার আকবর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২১) ও কিশোরগঞ্জের নিকলী এলাকার মতিউর রহমানের ছেলে রমজান (২০)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, গত বৃহস্পতিবার রাতে হালিশহরের জি ব্লকের ফ্ল্যাট প্রকল্প গেটের ভিতরে রাস্তা থেকে আসামিরা একটি ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে। অভিযোগ পেয়ে অভিযানে নেমে ছিনতাইয়ে জড়িত ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।