১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলীর আলোচিত চোরা তেল ব্যবসায়ী শুক্কুর গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা সাঁড়াশি অভিযান চালিয়ে আবদুস শুক্কুর ( ৪০) নামের চোরাই তেল ব্যবসায়ীকে আটক করেছে rab-7।

দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীতে একটি মহল বিভিন্ন উপায়ে চোরা তেলের ব্যবসা করে যাচ্ছে যা প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। গোপন সূত্রে সংবাদ পেয়ে RAB- 7 এর একটি দল বৃহস্পতিবার শাহ মিরপুর লিচুতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে আব্দুস শুক্কুর নামের এক চোরা তেল ব্যবসায়ীকে আটক করে।

আব্দুস শুকুর কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের আলিনগর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পরে আবদুস শুক্কুরের দেয়া তথ্য মোতাবেক একটি গুদাম থেকে প্রায় ৮০০০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়।

আসামি আব্দুর শুকুর কে শুক্রবার কারাগারে পেরন করা হয়।